
কুমিল্লা প্রতিনিধি | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ এর নির্বাচনী লড়াই ইতিমধ্যেই শুরু হয়েছে। ১৭টি পদে ৩১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ১১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলভার ডেভেলপারস লিমিটেড এর চেয়ারম্যান ও গোল্ড সিলভার হোমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আলহাজ্ব অধ্যাপক ফারুক আহমেদ। ৭নং ব্যালটে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সৎ ও সাহসিকতায় ব্যবসায় সফল ফারুক আহমেদ নিজ উদ্যোগে ৫ আগস্টের ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কুমিল্লা ক্লাবের প্রাণ কুমিল্লা ক্লাবের ক্যান্টিনটিকে পুনঃসংস্কার এবং আভ্যন্তরীণ অঙ্গসজ্জা বা সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করেছেন। শিক্ষানুরাগী অধ্যাপক ফারুক আহমেদ কুমিল্লায় জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন হলিক্রিসেন্ট স্কুল এন্ড কলেজসহ দুটি মাদ্রাসা ও একটি কিন্ডারগার্টেন। এছাড়াও তিনি দায়িত্ব পালন করছেন রিহ্যাব বা রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ ও কুমিল্লা চেম্বার অব কমার্স -এর নির্বাচিত পরিচালক হিসেবে। আসন্ন নির্বাচনের বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, অধ্যাপক ফারুক আহমেদ কুমিল্লা ক্লাবের যেকোনো প্রয়োজনে নিজেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখেন, তারই ধারাবাহিকতায় এইবার সহ-সভাপতি পদে বিজয়ী হবেন বলে মনে করছেন তারা।
Posted ৭:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।