
কিশোরগঞ্জ প্রতিনিধি: | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক অনুদান প্রাপ্ত কম্বল, “পরেশ কিশোর গুপ্ত স্মৃতি কল্যাণ পরিষদ” এর মাধ্যমে বিতরণ করা হয়।
আজ ১৮ জানুয়ারি (শনিবার) পল্লব বাবুর বাড়ি, কালটিয়া, বিন্নাটি, কিশোরগঞ্জ নামক স্থানে সকাল ১১টায় কিশোরগঞ্জ কালটিয়া ও আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশা সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন “পরেশ কিশোর গুপ্ত স্মৃতি কল্যাণ পরিষদ”র সভাপতি পুলক কিশোর গুপ্ত, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সরকার, সদস্য নূর আহমেদ ও এনামুল হক, সমাজ সেবক মো: কাঞ্চন মিয়া, মো: আবু হানিফ এবং নিবিড় চন্দ্র সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৮:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।