
এম. ওবায়েদুল কবীর, স্টাফ রিপোর্টার: | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
এপেক্স বাংলাদেশের জেলা ১এর আওতাধীন ৭৬ নং ক্লাব এপেক্স ক্লাব অব উত্তরার পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ঢাকা টিকাটুলীস্থ গ্র্যান্ড দরবার রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এপেক্সক ক্লাব অব উত্তরা প্রেসিডেন্ট এপে. আব্দুল হান্নান মিল্টন এর সভাপতি কে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এনামুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সহ-সভাপতি এপে. এম মনিরুল ইসলাম মনির, সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. মাহমুদুল হক সাবু, এলজি পিএন পি এপে. প্রফেসর কুদরত-ই-খুদা, এলজি এপে. মোশাররফ হোসেন মিশু, পিএনপি এপে. নিজাম উদ্দিন পিন্টু। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এন আইআরডি এপে. মেহেদী আহমেদ, এন ওয়াই সি ডি এপে. কবির আহমেদ, এনএসডি এপে. এএফএম এনামুল হক, এনএডি এপে. কামরুল হক, এনইডি এপে. মিজানুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডিজি ওয়ান এপে. সাইফুল ইসলাম, ডিজি টু এপে. মোস্তফা-আল-আতিক, ডিজি থ্রি এপে. মো. জামাল হোসেন, ডিজি ফোর এপে. আব্দুল খালেক, ডিজি ফাইভ এপে. লুৎফুর রহমান, ডিজি সিক্স এপে. মো. আব্দুল গনি, ডিজি সেভেন এপে. গোলাম মোস্তফা জিয়ন, ডিজি এইট এপে. মো. জসিম উদ্দিন, ডিজি নাইন এপে. ড. শফিকুল ইসলাম, জাতীয় সচিব এপে. হাবিবুর রহমান চৌধুরী, জাতীয় কোষাধ্যক্ষ এপে. আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন ক্লাব থেকে আগত সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ। জাতীয় সভাপতি এপে. এনামুল হক মিলন তার বক্তব্যে ২০২৪ বর্ষের থিম ‘এসেস দ্য টাইম’ সম্পর্কে আলোচনা করেন। জেলা গভর্নর ১ এপে. সাইফুল ইসলাম ২০২৪ বর্ষের ক্লাব বোর্ড মেম্বারদের এপেক্স বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাক্য পাঠ করান। গভর্নর ১ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।