
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব-AAB)-এর ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) ঘোষিত এ কমিটিতে সংগঠনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ কৃষিবিদ নেতা শাহাদত হোসেন বিপ্লব। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দীর্ঘদিন ধরে কৃষিবিদ সমাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. কামরুজ্জামান কায়সার (শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।
অন্য সদস্যরা হলেন—
যুগ্ম আহবায়ক-১: শাহাদত হোসেন চঞ্চল (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়),
যুগ্ম আহবায়ক-২: প্রফেসর আবুল বাশার (শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),
যুগ্ম আহবায়ক-৩: ড. শফিকুল ইসলাম শফিক (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়),
এবং সদস্য (দপ্তরের দায়িত্বে): প্রফেসর জমশেদ আলম (শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদ্য গঠিত এ আংশিক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ৫১ সদস্যে উন্নীত করে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
কমিটি গঠনের অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শাহাদত হোসেন বিপ্লবকে নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে। কৃষিবিদ সমাজে তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।