
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫কে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এতে জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নরসিংদী জেলায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।
আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট নরসিংদী জেলা শাখাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Posted ১১:৩১ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।