বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

আওয়ামীলীগের ফেসবুকে নরসিংদী জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খন্দকার আমির হোসেন:   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট

আওয়ামীলীগের ফেসবুকে নরসিংদী জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ আওয়ামীলীগ ও দেশরত্ন শেখ হাসিনা নামক দুটি ফেসবুক পেজ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন পোস্টের মাধ্যমে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ কে নিয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন ও অবাস্তর পোস্ট করা হয়। বিগত চার দিন পূর্বে “দেশরত্ন শেখ হাসিনা” নামক ফেসবুক আইডি দিয়েও মিথ্যা অপপ্রচার করা হয়।সিদ্দিকুর রহমান নাহিদ এর বিরুদ্ধে আওয়ামী লীগ এর যড়যন্ত্র নতুন কিছু নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিগত পনেরো বছরের শাসন আমলে সিদ্দিকুর রহমান নাহিদ এর উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়। ৩৫ টি রাজনৈতিক মামলা, ছয় বারের কারা নির্যাতন ও সাড়ে আট মাসের গুমের শিকার হতে হয়েছে সিদ্দিকুর রহমান নাহিদ কে। পতনের পূর্বে সর্বশেষ রাজনৈতিক মিথ্যা মামলা ও কারা নির্যাতনের জন্য সিদ্দিকুর রহমান নাহিদ তার আপন বড় ভাই ও মায়ের জানাজা ও দাফন থেকেও বঞ্চিত হয়েছে।

তিনি আরো বলেন, জুলাই আগস্টের সরকার পতনের আন্দোলনে মাধবদী পৌরসভা ছাত্রদল কর্মী শাওন হত্যা মামলায় বাদী অলিউল্লাহ কে বাসা থেকে তুলে এনে শেখ হাসিনা সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারে চাপ দেওয়া হয়। এসময় বাদীকে উদ্ধার করে যড়যন্ত্র প্রতিরোধের ঘটনায় সিদ্দিকুর রহমান নাহিদ আওয়ামী লীগ এর চক্ষুশূল পরিণত হয়েছে। এরই প্রেক্ষিতে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হেয় প্রতিপন্ন, ভাবমূর্তি নষ্ট সহ ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে সিদ্দিকুর রহমান নাহিদ এর ব্যাক্তিগত ছবি এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায়।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় মাঠে একটি ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেই। সেখানে তোলা আমার ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে । যেটিতে এআই টেকনোলজির মাধ্যমে আমার কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু দেখানো হয়েছে। বিষয়টি সম্পূর্ন মিথ্যা এবং ভূয়া। আমরা থানায়স জিডিসহ আইনী ব্যবস্থা গ্রহণ করছি। তাছাড়া দলের পক্ষ থেকে বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মঞ্জুর এলাহী এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা ছত্রদলের দপ্তর সম্পাদক রাব্বী মিয়া, সহ-দপ্তর আফজাল হোসেন মোল্লা, প্রত্যয় প্রধান, ছাত্রদল নেতা ইবনে আদেল শশি, সজিব পাল ঝুমনসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins