
শেরপুর প্রতিনিধি: | বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট
শেরপুর জমশেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষকে দুর্নীতিবাজ ও স্বাক্ষর জালকারী উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা। ৩ মে বুধবার সকালে কলেজের প্রধান ফটকে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কটি ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল অভিযুক্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজা ও নতুন সভাপতির পদত্যাগের দাবি করেন এবং আগামী ১০মে বুধবার বিকালে গণজমায়েত কর্মসূচি ঘোষনা করেন। পরে বিভিন্ন স্লোগান দিতে দিতে অবরোধকারীরা অধ্যক্ষের কুশপুত্তলিকাদাহ করে। কর্মসূচিতে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে প্রায় হাজার খানেক মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যানের মধ্যে সমাজ সেবক আব্দুল সাত্তার মাষ্টার, আলমগীর হোসেন মাষ্টার, এংরাজ আলী মেম্বার, কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, সমাজসেবক আব্দুল করিম মিষ্টার, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সমাজসেবক আবু হানিফ, সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এব্যাপারে অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা বলেন, ২০১৮ সালে সভাপতি পদ থেকে অব্যহতি পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ করে আসছেন। তাছাড়া প্রতিষ্ঠানটির নতুন সভাপতির নিয়োগ প্রক্রিয়া যথাযথ আইন মেনেই করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, কলেজের কিছু দাবি- দাওয়া নিয়ে সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের নেতৃত্বে মানববন্ধনের পর শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Posted ১০:১২ অপরাহ্ণ | বুধবার, ০৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।