সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় ভটভটি (নসিমন) ও মোটরসাইকেলের সামনাসামনি সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে। নিহত দুজনেই মোটরসাইকেলের আরোহী। রবিবার (১৮ এপ্রিল) ইফতারের পূর্বে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী।
নিহতরা হলেন, সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আ. কুদ্দুসের ছেলে শামীম (৩৫) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)
উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, সন্ধ্যার দিকে তালগাছি বাজার এলাকায় শাহজাদপুর গামী একটি নসিমনের সাথে সলঙ্গা গামী মোটরসাইকেলটির সামনাসামনি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার পোতাজিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা হাসপাতালে মৃতদেহের কাছে যাচ্ছি। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে। ###