শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন নরসিংদী জেলা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে পুনাক নরসিংদীর আয়োজনে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) নরসিংদী জেলায় আগমনকালে পুনাক নরসিংদীর সভানেত্রী আজমীরা পারভীনের নেতৃত্বে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে আফরোজা হেলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক নরসিংদীর সভানেত্রী আজমীরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক।
এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা পুনাক নরসিংদীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১:১০ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।