খন্দকার আমির হোসেন | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিবপুর জনকল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহীর সাফল্য কামনা এবং সদ্য প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা কামাল তপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী, এডভোকেট আব্দুল মজিদ শিকদার, এডভোকেট টুটুল, প্রফেসর এবিএম আমির হোসেন (সাবেক সভাপতি, শিবপুর জনকল্যাণ সমিতি), আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, সাইফুল ইসলাম এবং সানাউল্লাহ।
আলোচনা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন নরসিংদী জেলা কাজী সমিতির সভাপতি আলতাব হোসেন কাজী। এ সময় উপস্থিত মুসল্লিরা দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে শিবপুর জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Posted ১০:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।