শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে জনগণের আস্থা অর্জনই প্রশাসনের মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) নরসিংদীর শিবপুর উপজেলার চিনাদী বিলে ‘ভালোবাসার স্বপ্নচিনাদী’ নামে নবনির্মিত একটি স্থাপনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি স্থাপনাটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক শিবপুর উপজেলার দুলালপুর, মাছিমপুর ও চক্রধা ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় নিয়ে গণশুনানি গ্রহণ করা হয়।

সভায় জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণ—সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
গণশুনানিতে ভূমি সংক্রান্ত সেবা, ইউনিয়ন পরিষদের কার্যক্রমসহ স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন সেবাপ্রত্যাশীরা। উত্থাপিত বিষয়গুলোর ওপর জেলা প্রশাসক তাৎক্ষণিক সিদ্ধান্ত, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Posted ১১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।