পিসি দাস, ব্যুরো প্রধান: | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল নিকটবর্তী পাঁচ পুকুরিয়া আদিবাসী পল্লীতে জমি জবরদখল ও আমবাগান কর্তনের অভিযোগ উঠেছে। স্হানীয় পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েও পুলিশের নিস্ক্রিয় ভূমিকায় হতবাক ক্ষতি গ্রস্ত আদিবাসী পরিবার টি। ঘটনার ৫/৬ ঘন্টা পরে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের এস আই হারুন সহ সঙ্গীয় পুলিশ নিয়ে লোক দেখানো সরেজমিনে পরিদর্শন করেছেন। অভিযোগ উঠেছে এস আই হারুন কৌশলে বিষয়টি কে সাধারন জিডি আকারে নথি ভুক্ত করে সুবিধা হাতিয়ে নিয়েছেন। জানা গেছে পার্বতীপুর উপজেলার ১০ হরিরামপুর ইউনিয়নের পাঁচ পুকুর মৌজার পোটা পাতরাস পান্নার পুত্র এমেলিউস পান্না (২৭) এর লিখিত অভিযোগে দাবি করা হয়েছে তাদের দীর্ঘদিন যাবৎ ভোগদখলীয় পৈতৃক সম্পত্তি এবং রোপিত বাগানে গত ৩১ আগস্ট/২৪ ইং একই মহল্লার প্রতিপক্ষ মাডু পান্না পিতা বুদা পান্না সুবাস পান্না পিতা মান্ডু পান্না পুশনি কেরকাটা স্বামী মান্ডু পান্না এবং নবাব গন্জ উপজেলার গিলাঝুকি আদিবাসী পল্লীর মৃত্যু কারী পান্নার ছেলে তিলা পান্না দূর্গা পান্না ও শিবা পান্না তৎসঙ্গে মৃত তিলা পান্নার ছেলে বিরসা পান্না, সোমা পান্না এবং বিরশা পান্নার ছেলে পন্চ পান্না ও সুনা পান্না দেশীয় অস্ত্র নিয়ে জমিতে অনুপ্রবেশ করিয়া রোপিত কয়েকটি ফলজ আমগাছ কেটে ফেলে। শুধু তাই নয় সীমানা খুটি তুলে দিয়ে কয়েকটি কলাগাছ রোপণ করে জমি জবরদখলের চেষ্টা চালায় এ সময় বাঁধা দিতে গেলে সংঘবদ্ধ ভাবে মারমুখী হয়ে দেশীয় অস্ত্র কুড়াল লোহার রড নিয়ে প্রানে মারার জন্য এগিয়ে আসলে পরিস্থিতিি অনুধাবন করতে পেরে এমেলিউস পান্না ও পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তখন তারা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র একটি সাধারণ ডাইরি হয়েছে যার নং ২০ তারিখ ০১/০৯/২৪ইং।
তবে প্রতিপক্ষ মান্ডু পান্নারা অভিযোগ প্রসঙ্গে জানান কয়েকটি আমগাছ কর্তন করা হয়েছে তবে জমি জবরদখল নয় আমরা একই পরিবার ভুক্ত ছিলাম তাই ওয়ারিশ সুত্রে বিবাদীয় স্হানে কয়েক শতাংশ জমির মালিকানা আমাদের ও আছে। সচেতন মহল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলতে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।