
বাংলার নবকন্ঠ ডেস্ক : | রবিবার, ১২ মে ২০২৪ | প্রিন্ট
রাজধানীর ডেমরায় কোনাপাড়া মজুমদার সড়কে ভেঁকুর ধাক্কায় নির্মানধীন বাড়ির দেওয়াল ভেঁঙে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহত পথচারীর নাম টুটুল (৪৫) এবং গুরুতর আহত শিশুর নাম রাসেল(৮)।
গত শনিবার ১১ মে রাত সাড়ে দশটার দিকে কোনাপাড়া বাজার সংলগ্ন মজুমদার রোডে সম্রাটের চা দোকানের গলির ভিতর এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত টুটুল কোনাপাড়া এলাকার বাইতুল কারিম জামে মসজিদ এলাকায় বসবাস করেন। গুরুতর আহত শিশু রাসেল দুর্ঘটনায় স্থলের পাশে ওহাব হাজীর বাড়ির বাসিন্দা।
স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪৭/২ হোল্ডিং এর বাউন্ডারির ভেতর থেকে একটি ভেঁকু কাজ করছিল, সেই সময় ওই পথ দিয়ে শিশু রাসেল, ও নিহত টুটুল হেটে যাওয়ার সময় আচমকা বিকট শব্দ শুনতে পান তারা। পরে চেয়ে দেখেন ভেঁকুর ধাক্কায় দেয়াল ভেঙে দুজন চাপা পড়ে আছেন। পরে লোকজন এগিয়ে এসে দেয়াল চাপা পড়া দু’জনকে বের করে নিয়ে আসেন। এদের মধ্যে টুটুল মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এবং আহত শিশু রাফেল কোমর পর্যন্ত দেয়াল চাপায় থেঁতলে যায় এবং গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। আহত রাসেলের অবস্থা আশঙ্কা জনক বলেও জানায় তারা।
এদিকে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত টুটুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি, এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।