বুধবার ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

যাত্রাবাড়ী নিউ পপুলার প্যালেস আবাসিক হোটেলে মাদক ও রমরমা দেহ ব্যবসা

শরীফ আহমেদ প্রতিবেদনঃ   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট

যাত্রাবাড়ী নিউ পপুলার প্যালেস আবাসিক হোটেলে মাদক ও রমরমা দেহ ব্যবসা

রাজধানী যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় ইউনুস সুপার মার্কেটের ৫ম তলায় পুরো ফ্লোর ভাড়া নিয়ে আবাসিক হোটেলের আঁড়ালে স্কুল, কলেজ পড়ুয়া ছাএী,গামেন্টস কর্মীদের নিয়ে ও দেশের বিভিন্ন এলাকা থেকে চাকুরীর কথা বলে প্রলোভন দেখিয়ে দালালরা রাজধানী যাত্রাবাড়ীতে এনে অত্র এলাকার বহুল আলোচিত নিউ পপুলার প্যালেস আবাসিক হোটেলে চলছে রমরমা মাদক ও দেহ ব্যবসা!

অত্র হোটেলের মালিক জামাল ও সাইদুলের কাছে বিভিন্ন এলাকা থেকে ফুঁসলিয়ে উঠতি বয়সে মেয়েদের এনে দালালরা মোটা অংকের টাকায় বিক্রি করে এই সব অসহায় গরীব মেয়েদের দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসার করার অভিযোগ উঠেছে। অনুসন্ধানী টিম সরেজমিনে দেখতে পায়,যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক ইউনুস সুপার মার্কেট ৫ম তলায় যাএাবাড়ী থানরা “নাকের ডগায়” নিউ পপুলার প্যালেস আবাসিক হোটেল নামের একটি পুরো ফ্লোর ভাড়া নিয়ে আবাসিক হোটেলে অন্তর্রালে মাদক সেবন ও দেহ ব্যবসা করে আসছে জামাল,সাইদুল,বিল্লাল গং।

এই পপুলার প্যালেস হোটেলের দেহ ব্যবসা পরিচালনা করেন উক্ত হোটেল ম্যানেজার বিল্লাল , এই পপুলার প্যালেস হোটেলটি এই ধরনের অনৈতিক দেহ ব্যবসা করার কারনে স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সাধারণ জনগন বিব্রতকর পরিস্থিতিতে পরছে। সোহেল নামে গোপালবাগ এলাকার অস্থায়ী বসবাসকারী একজন যুবক সাংবাদিকদের দেখে সামনে এগিয়ে এসে বলে আমি অনৈতিক কর্মকান্ডে জন্য আমার বন্ধুর সাথে নিউ পপুলার প্যালেস হোটেলে কিছুদিন আগে গিয়েছিলাম,তখন আমার পকেটে নগত ৭০০০ টাকা ও অপপো ব্রান্ডের ২৫০০০ টাকার মুল্যর মোবাইল সাথে ছিলো,আমি বন্ধু সাথে নিউ পপুলার প্যালেসে হোটেলে কাউন্টারে যাওয়ার সাথে আমার মোবাইলটা ম্যানেজার বিল্লাল নামে একজন ছিনিয়ে নেয়,পরে আমার মানিব্যাপ কেড়ে নেয় আমাকে বলে আমি পুলিশের সোর্স তুই মোবাইলে ভিডিও করার জন্য হোটেলে ঢুকছোস,আমার দামী মোবাইল ও মানিব্যাগ রেখে আমি ও আমার বন্ধুকে চড় থাপ্পড় দিয়ে বের করে কেঁচিগেটে তালা দিয়ে দেয়,আমি অনেক অনুরোধ করলাম আমার মোবাইল টা দিয়ে দেও,তখন তারা হোটেলের ভিতর থেকে বলে,” গেলি নাকি মাইর খাবি!” আমিও লজ্জায় পরে কাউকে কিছু বলতেও পারি নাই ,তারা অনেক খদ্দেরকে মারধর করে দামী মোবাইল মানিব্যাগ টাকা নিয়ে নেয়।গোপনে অনৈতিক ভিডিও ধারন করে মোটা অংকের টাকা দাবী করে ব্ল্যাক মেইল অভিযোগ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন,আমি জম্মসুত্রে দক্ষিণ শহীদ ফারুক সড়ক এলাকায় স্থায়ী ৪৫ বছর ধরে বসবাস করছি আমার বাবা মীরহাজিবাগ স্থায়ী বাসিন্দা ছিলেন,আমি ইউনুস সুপার মার্কেট নিচ তলায় মুদি দোকানে বাজার করি প্রায়ই ইউনুস সুপার মার্কেট মুদি বাজারে জন্য সদাই-পাতি নিয়ে যাওয়া আসার পথে বোরকা পরুয়া মেয়ে মহিলাদেরসহ পুরুষের যাওয়া আসা দেখি,সেই সময় আমি দোকানদের জিজ্ঞাসা করি এই মার্কেটে কি কোন কোচিং সেন্টার আছে নাকি? উত্তরে দোকানদার আমাকে বলে,আংকেল যা দেখছেন কাউকে কিছু বইলেন নাহ আমার সমস্যা হইবো,তখন আমি আগ্রহ নিয়ে দোকানদারকে অনুরোধ করি ও বলি,বাবা আমি কাউকে কিছু বলবো নাহ তোমাকেও কেউ কিছু বললে আমি তোমার পাশে থাকবো,ব্যাপারটা কি আমাকে বলো,তখন দোকানদার বলে এই ইউনুস সুপার মার্কেট ৫ তলায় মেয়ে দের শারীরিক শরীরচর্চা দেওয়া হয়,আমি রেগে বললাম ঠিক করে বলো ঘটনা কি?দোকানদার ডানে বামে তাকিয়ে দেখে আমাকে বলে এই বিল্ডিং ৫ তলায় মেয়েদের দিয়ে দেহ ব্যবসা হয়!

আমরা অনুসন্ধানী প্রতিবেদক টিম সাথে সাথে যাত্রাবাড়ী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মমফিজুল আলমকে কে মোবাইলে ফোনে তার বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তিনি অনুসন্ধানী টিমকে বলেন,আমার যাত্রাবাড়ী থানা এলাকায় ১৫/২০ টি হোটেল ছিলো,এখনো কিছু আবাসিক হোটেল আছে সেগুলোতে নিম্নশ্রেণীর খেটে খাওয়া দিনমজুর পরিবার নিয়ে থাকে,এই সব আবাসিক হোটেলে রুম ভাড়া ১৫০/২০০ টাকা,বিভিন্ন বাস ড্রাইভার,হেলপার ফুটপাতের দোকানদার গরীব মেহনতী মানুষগুলো পরিবার নিয়ে বসবাস করে,এর ভিতরে অভিযুক্ত ইউনুস সুপার মার্কেট ৫ তলায় পুরো ফ্লোর ভাড়া নেওয়া হোটেল নিউ পপুলার প্যালেসে অনৈতিক কর্মকান্ডে জন্য আমি তিন মাস তালা দিয়ে বন্ধ রেখেছিলাম,কিছু দিন আগে ইউনুস সুপার মার্কেট এর মালিক থানায় এসে কান্নাকাটি ও এই মর্মে মুচলেকায় দিয়ে আমার বিল্ডিং ৫ তলায় পূর্বের কর্মকাণ্ডের জন্য আমি অনুতপ্ত, স্যার আমাকে শেষ বারের মত একবার সুযোগ দেন,আমি ফ্ল্যাট বাসা ভাড়া দিয়ে রাখবো বলায় আমি তালা খুলে দেই,আবারও যদি সে পুনরায় অনৈতিক কর্মকান্ডে জন্য ভাড়া দিয়ে থাকে আমি যদি প্রমান পাই তাহলে অবশ্যই আইনের আওতায় এনে এদের কঠিন শাস্তি দিবো।

অনুসন্ধানী কাজে ইউনুস সুপার মার্কেট ০৫ তলায় ঘটনা সত্যতা নিশ্চিত করা উদ্দেশ্য যাওয়ায় ও মোবাইল ক্যামেরা ছবি তোলায় সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে নিউ পপুলার প্যালেস আবাসিক হোটেলে কর্মচারীরা ও সাংবাদিকের মোবাইল জোরপূর্বক কেড়ে নিয়ে স্টিল ছবি ডিলিট করে অশ্লালীন ভাষায় গালাগালি করে বলে যদি আজকের পর কোন দিন হোটেলের ত্রি সীমানা দেখি তাহলে তোর হাত পা ভেঙে দিবো।এমতবস্থায় রাজধানী যাত্রাবাড়ী এলাকা বহুল ব্যস্ততম এলাকা,এখন রাত ০৮ টার পর ভ্রাম্যমাণ পতিতা-হিজড়াদের উপদ্রব ব্যাপক লক্ষ্য করার যাচ্ছে,এরকম অপরাধীদের সামাল দিতে স্থানীয় থানার আইন শৃঙ্খলা বাহিনী সর্বাথক কাজ করে যাচ্ছে!!তার পর এই সব আবাসিক হোটেলে দেহ ব্যবসা কারনে দেশের তরুণ যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে,এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবী নিউ পপুলার প্যালেস আবাসিক হোটেলে এর মালিক জামান সাইদুলক,বিল্লাল গংদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
ভাইয়া নিউজটা প্লিজ দিয়েন

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins