বুধবার ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

শেরপুরে পৃথক মামলায় ৩ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

এনামুল হক,শেরপুর   |   মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   |   প্রিন্ট

শেরপুরে পৃথক মামলায় ৩ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

শেরপুরে পৃথক মামলায় ৩ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে পৃথক ৩ মামলায় বিভিন্ন মেয়াদে ৩ ব্যক্তির সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।১৬ মার্চ মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রায়ের বাকাই চরপাড়া গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন(৩৫),শেরপুর সদর উপজেলার কসবা মোল্লাপাড়া এলাকার সামছুল হকের ছেলে আব্দুল মোতালেব (৩৯) ও নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুর ওরফে হাবিজুল (৩৬)। জেলা দায়রা আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল ওই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন বিকাল সাড়ে ৪টায় শেরপুর সদর উপজেলার মুন্সীরচর বাজার থেকে ৮শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিনহাজ উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব।ওই ঘটনায় র‌্যাব-১৪’র ডিএডি সাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে পরবর্তীতে তদন্ত শেষে ৩১ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার এসআই কায়ছার আলী।বিচারিক পর্যায়ে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মিনহাজকে দোষী সাব্যস্ত করে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২০১৮ সালের ২৮ এপ্রিল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকাস্থ নিজ বসতবাড়ি থেকে ৬ গ্রাম হেরোইন ও ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে আব্দুল মোতালেবকে। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৩০ মে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হলে বিচারিক পর্যায়ে, বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অতঃপর মোতালেবকে দোষী সাব্যস্ত করে মাদক আইনের পৃথক দু’টি ধারায় ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে উভয় সাজা একই সাথে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এছাড়া ২০১৫ সালের ৩১ মার্চ রাত ১০টার দিতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও এলাকাস্থ রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইকসহ পার্শ্ববর্তী ছাইচাকুড়া গ্রামের চালক উমর আলীকে একা পেয়ে ওই গাড়ি থামিয়ে গাড়িতে উঠতে চায় স্থানীয় ধোপাকুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুরসহ কয়েকজন। সে ভয়ে তাদের গাড়িতে উঠাতে না চাইলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হওয়ায় অসুস্থ হয়ে পড়ে চালক উমর আলী। পরে তাকে গুরুতর অবস্থায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ওই ঘটনায় তার ছেলে আশরাফুল বাদী হয়ে হাফিজুরসহ ৩ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৪ সেপ্টেম্বর একমাত্র হাফিজুরের বিরুদ্ধে একই ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন নালিতাবাড়ী থানার তৎকালীন এসআই মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

উক্ত ঘটনাটি পরিকল্পিত হত্যা নয় এবং তা অবহেলাজনিত মৃত্যু বলে আদালতের কাছে প্রতীয়মান হওয়ায় তাকে দণ্ডবিধির ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins