• শিরোনাম

    নরসিংদীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

    নরসিংদীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

    apps

    নবকন্ঠ ডেস্ক: বৃহস্পতিবার সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী উপজেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সভায় উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া অাক্তার শিমু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাস।
    সভায় স্বাগত বক্তব্য রাখেন, নরসিংদীর সহকারী প্রকল্প পরিচালক দীপ্তি দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলার নবকন্ঠের বিশেষ প্রতিনিধি শান্ত বণিক ও নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ অাহবায়ক কমিটির সদস্য সচিব সুব্রত কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার ট্রেইনার সুব্রত রায়।
    এ সময় সংযুক্ত ছিলেন নরসিংদী মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজার দেওয়ান মনিরুল ইসলাম, কম্পিউটার অপারেটর ইতি রায় প্রমুখ।  শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শ্রী শ্রী মহাতীর্থ রামপুর কালীবাড়ি শ্মশানঘাট প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক জয়ন্ত বণিক ও স্বর্ণকমল।
    সভায় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাস উপজেলা নির্বাহী অফিসারের সাথে মাঠ পর্যায়ে কর্মী হয়ে সহোযোগিতা করার জন্য শিক্ষকদের প্রতি অাহবান জানান।

    বাংলাদেশ সময়: ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ