রফিক খান, মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ২১ মার্চ ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতামূলক সভা ও মাস্ক বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের শহীদ রফিক চত্ত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাস দিনদিন বাড়ছে।তাই করোনা মুক্ত থাকতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়তে হবে।প্রথম ধাপের মতো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় করোনা দ্বিতীয় ধাপও আমরা করোনা নিয়ন্ত্রনে সফল হবো।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আফসার উদ্দিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, ডিআইও-১ রবিউল ইসলাম, ওসি ডিবি হানিফ সরকারসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে শহরের প্রধান সড়কে চলাচলরত যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও বিভিন্ন দোকানপাটের ক্রেতা-বিক্রেতাদের মাঝে বিনামূল্যে হাজার খানেক মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে করোনা মোকাবেলায় তাদেরকে নিয়মিত মাস্ক পরার আহবান জানানো হয়।
Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।