
সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
নওগাঁর মান্দায় প্রয়াত সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন ঈদগাহ মাঠে জেলা সেচ্ছাসেবক দল এই আয়োজন করেন ।
জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক মো.সাদিকুল ইসলাম সোহাগের আয়োজনে দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে রওশনুল ইসলাম। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোকলেছুর রহমান মকে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল,যুগ্ম আহ্বায়ক ডিএম আব্দুল মালেক, নওগাঁ পৌর যুবদলের সদস্য আশিক প্রমুখ। বক্তব্য শেষে মরহুমের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।