বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিতে বেসরকারি সংস্থাসমূহের সহায়তা আহ্বান।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট

কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিতে বেসরকারি সংস্থাসমূহের সহায়তা আহ্বান।

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি।

জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহনের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। বিভিন্ন
প্রতিকূলতা অতিক্রম করে একটি মর্যাদাসম্পন্ন কর্মসংস্থানই তাদের স্বাবলম্বী হতে এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করতে পারে বলে এই জনগোষ্ঠীর অধিকাংশই মত প্রকাশ করেন।

উল্লেখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা লাঘব এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় নাগরিক উদ্যোগ, ব্লাস্ট, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের উদ্যোগে সম্প্রতি খুলনা, রাজশাহী এবং সিলেট বিভাগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উল্লেখিত বিভাগগুলোতে একটি করে

‘চাকুরী মেলা’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত চাকুরী মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারী ব্যবসা এবং উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১১ নভেম্বর, ২০২৩ রাজধানীর হোটেল বেঙ্গল ব্লু-বেরী তে ‘কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি’ শীর্ষক একটি পরামর্শ সভা-এর আয়োজন করা হয়। উক্ত সভায় বাংলাদেশের বিভিন্ন বেসরকারী ব্যবসা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের

বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।সভায় উপস্থিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ কর্মসংস্থানে অন্তর্ভূক্তির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে অন্তর্ভূক্তির ব্যাপারে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ তাদের পরামর্শ তুলে ধরেন এবং খুলনা, সিলেট এবং রাজশাহী বিভাগে অনুষ্ঠিতব্য বিভাগীয় চাকুরি-মেলায় অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ১০:৫২ অপরাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins