
শরীফ আহমেদ ষ্টাফ রিপোর্টার : | শনিবার, ০৩ জুন ২০২৩ | প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১০।তাঁরা হলেন কাল্লু (২৫) শান্ত (২৪) ও জাহিদ (২৫) গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করা হয়।
আজ শুক্রবার র্যাব জানায়, র্যাব-১০-এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাঁকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকাপয়সা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন বলে র্যাবকে জানান। আটক কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুটি ছিনতাই ও একটি মাদক মামলা এবং শান্তর বিরুদ্ধে কোতোয়ালি ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।পরে জেল হাজতে প্রেরন করা হয়।
নিউজগুলো মেহেরবানি করে দিয়েন ভাইয়া
Posted ১১:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।