
শরীফ আহমেদ প্রতিবেদন: | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজধানীর ডেমরা ঐতিহ্যবাহী সর্ববৃহৎ ছাদে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরবময়,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাএ সংগঠনটি।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতর, শিক্ষা উপকরণ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন আজ ডেমরা থানা ছাত্রলীগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সিনিয়র সহ-সভাপতি,ঢাকা-০৫ আসনের গণমানুষের কান্ডারী,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৫ আসনের নৌকার অন্যতম দাবিদার,দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে গভর্নিং বডির সভাপতি,বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক,সাবেক তুঁখোড় ছাত্র নেতা জননেতা জনাব,আলহাজ্ব কামরুল হাসান রিপন,সভাপতি-ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, রাজীবুল ইসলাম বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,শফিকুল ইসলাম পিপিএম (বার) অফিসার ইনচার্জ (ওসি) ডেমরা থানা। আরো উপস্থিত ছিলেন সাবেক তুঁখোড় ছাত্র নেতা সিফাত সাদিকীন চপল সাবেক সফল সভাপতি ডেমরা থানা ছাত্রলীগ।এর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,আসিফ খান, বিপ্লবী সাধারণ সম্পাদক, ডেমরা থানা ছাত্রলীগ ।
ইতিহাস ঐতিহ্যিবাহী ১৯৪৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহৎ এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। একই বছর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর বায়ান্নর ভাষা আন্দোলন,বাষট্টির শিক্ষা আন্দোলন,ছেষট্টির ছয় দফা আন্দোলন ও এগারো দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধের এবং নব্বইয়ের সরকারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ ছাড়ে সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল।
Posted ৯:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।