• শিরোনাম

    শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

    এনামুল হক,শেরপুরঃ বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

    apps

    শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইমান আলী ওরফে ফেকাসু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামে এ ঘটনা ঘটে। ইমান আলী ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাংশা বাজারে জমির মালিকানা নিয়ে একই গ্রামের আঃ জুব্বার ও খলিলুর রহমান গংদের সাথে ইমান আলীর বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। উক্ত বিষয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে। যার ফলশ্রুতিতে কিছুদিন ধরে এলাকায় থমথমে ভাব বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার দিকে ইমান আলী মোটরসাইকেল যোগে বাড়ি থেকে জামাই এর বাড়ীর উদ্দেশ্য রওনা দিলে জুব্বার ও খলিলুর রহমান গংরা রাস্তা বেড়িকেট দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। তারা ইমান আলীর একটি পা দেহ থেকে আলাদা করে ফেলে। এসময় আহত হয় ইমান আলীর ভাই আঃ লতিফ। খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে ৩ নারী সহ ৪ জনকে আটক করে পুলিশ। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

    বাংলাদেশ সময়: ১০:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ