• শিরোনাম

    শেরপুরে ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর বুঝিয়ে দিলেন হুইপ আতিক

    অনলাইন ডেস্ক মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    শেরপুরে ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর বুঝিয়ে দিলেন হুইপ আতিক

    apps

    এনামুল হক,শেরপুরঃ “মুজিব জন্ম শতবর্ষ” উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে ভূমিসহ পাকা ঘর শেরপুর জেলায় মোট ১৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে একই দিনে হস্তান্তর করা হয়েছে। যার অংশ হিসেবে ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৫০ জন উপকারভোগীর হাতে ঘরের চাবি, জমির দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর কালে হুইপ আতিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাও অসহায়-হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট বুঝেন। এজন্যই সরকার মুজিব জন্মশত বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। যার আওতায় সারাদেশে প্রায় ৩৩ হাজার মানুষ পুনর্বাসিত হচ্ছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে একসাথে এতো মানুষকে পুনর্বাসনের নজির পৃথিবীর ইতিহাসে নেই। শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস’র সঞ্চালনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, উপকারভোগী বিলকিছ বেগম ও আব্দুল জলিল প্রমুখ। এসময় অন্যান্যদের শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ,ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,হুইপ কন্যা সাদিয়া রহমান অপি সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগীসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের তথ্যমতে, মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে শেরপুর জেলায় মোট ১ হাজার ১১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার ভূমিসহ ঘর পাবেন।যার মধ্যে প্রথম পর্যায়ে ২৯১টি পরিবার ও দ্বিতীয় পর্যায়ে ১৬৭টি পরিবার এবং তৃতীয় পর্যায়ে ৩৩৯টি ঘরের মধ্যে প্রথম ধাপে ১৬৯টি ভূমিসহ ঘর হস্তান্তর করা হলো। প্রতিটি ভূমি সহ ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা।জেলায় মোট ব্যয় হচ্ছে ৪ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা।

    বাংলাদেশ সময়: ১০:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ