নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
বৃহত্তর যশোর ভবন নীলক্ষেত বাবুপুরায় হয়ে গেল নড়াইল উৎসব। এ উৎসবের মাধ্যমে সৈয়দ হাসান ইকবাল- কাজী মাইনুল ইসলাম পরিষদকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করায় সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মাইনুল বলেন নড়াইলবাসীকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যারা মুখোমুখি অবস্থানে থেকে এ উৎসব আয়োজনে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর মুখোমুখি নয় এবার পাশাপাশি থেকে তাদেরকে সাথে নিয়ে সমিতির ভিশন মিশন বাস্তবায়ন করব। বিজয়ের দিনের এটা হোক আমাদের অঙ্গীকার।কাজী মাইনুল ইসলাম বাংলাদেশ পুলিশ বিভাগের অত্যন্ত মেধাবী একজন পুলিশ অফিসার ইতিপূর্বে সুনামের সাথে রমনা মডেল থানার এবং কেরানীগঞ্জ মডেল সাভার মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।