• শিরোনাম

    সিরাজগঞ্জে আঃলীগের সহযোগী সংগঠনের ত্রী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ শনিবার, ২৬ নভেম্বর ২০২২

    সিরাজগঞ্জে আঃলীগের সহযোগী সংগঠনের ত্রী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    apps

    সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং ছোনগাছা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর ) সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৪টায় ১,২,ও ৩ নং ওয়ার্ডে যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ ও ছাত্র লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।তিনি নবনির্বাচিত সভাপতি সম্পাদকদের উদ্দেশ্য করে বলেন সুন্দর আগামীর জন্য যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালবেসে অন্তর থেকে কাজ করতেন এবং ভালবাসতেন।ঠিক সেরকমভাবেই প্রত্যেককে মন দিয়ে দেশকে ভালবেসে কাজ করতে হবে, তবেই কেবল দেশের উন্নতি করা সম্ভব, জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আঃ হাকিম। বিশেষ বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল। ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটি আহবায়ক লুৎফর রহমান আলী আলকাস এর সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,সদর থানা যুবলীগের সভাপতি আঃ বারী,জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেখ রন্টু,সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল্লা বিন আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম,সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন,ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, এসময় উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও আবদুল্লা আল হাবিব রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ টিপু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি লিটন বাবু এবং সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ