• শিরোনাম

    শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে নার্স দিয়ে সিজারে প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যু,সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সিভিল সার্জন 

    গাজীপুর প্রতিনিধি: বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

    শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে নার্স দিয়ে সিজারে প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যু,সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সিভিল সার্জন 

    apps
    গাজীপুরের শ্রীপুরে মাওনা লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে।(৩১ মার্চ) রবিবার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার লাইফ কেয়ার হাসপাতালে ইয়াসমিন আক্তার(২৮)সিজার করতে এসে ভুল চিকিৎসায় মারা যায়। মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সিভিল সার্জন।
    নিহত ইয়াসমিনের ৮ বছরের শিশু মেয়ে তাঁর মায়ের মৃত্যুর খবর শুনে কান্নায় জর্জরিত হয়ে বলেন,আমার মারে মাইরা ফেলছে।আমারে আমার আমার মায়ের লগে একটু কথা কইবারও দিছে না,আমার মা আমার লগে একটু কথা কইতে চাইছিল।হাসপাতালের লোকজন আমারে আমার মার লগে একটুও কথা কইতে দিছে না।ওরা আমার মারে মাইরা ফেলছে,আমার মারে যারা মাইরা ফেলছে তাদের কঠিন শাস্তি চাই।জানা যায়
    নিহত ইয়াসমিন আক্তার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আসাদুল্লাহর স্ত্রী।নিহত ইয়াসমিনের স্বামী আসাদুল্লাহ বলেন,আমি আমার স্ত্রীকে মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার নামক হাসপাতালে নিয়ে আসি সিজার করানোর জন্য।যখন হাসপাতালে আসছে,তখন সুস্থ ছিলো।অপারেশন রুমে নিয়ে যাওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা আমাদের অপেক্ষা করিয়েছে।হাসপাতালের লোকজন তারা কিছু জানায়নি,শুধু বলছে অতিরিক্ত রক্ত বের হচ্ছে।আমরা বাইরে থেকে দেখতেছি,তারা দুই মিনিট পর পর মেডিসিন আনছে।অতিরিক্ত রক্ত গেছে, রক্ত যাওয়ার কারণে এবং তাদের ভুল চিকিৎসার কারণে মারা গেছে।তারা নার্স দিয়ে প্রসূতি রোগীর সিজার করে মাইরা ফেলছে আমার স্ত্রীকে।কি ঘটনা তার প্রকৃত কারণ জানতে হবে।তারা আমার স্ত্রীকে ভুল চিকিৎসা করে মাইরা ফেলছে,পরে তারা হাসপাতাল ছেড়ে পালাইয়া গেছে।প্রসূতির মা রাজিয়া আক্তার কান্নায় জর্জরিত হয়ে বলেন, দুপুর ১২টার দিকে মেয়েকে হাসপাতালে ভর্তি করি।তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানায়, মাগরিবের নামাজের পরপরই সিজার করা হবে।এই বলে হাসপাতাল থেকে স্বজনদের বিদায় দেয়।শুধু তিনি হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন।বিকেল সাড়ে ৫টার দিকে তাকে জানানো হয়,মেয়ের ছেলে সন্তান হয়েছে।দৌড়ে মেয়ের কাছে গিয়ে দেখেন প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।তখন স্বজনদের খবর দিলে তারা হাসপাতালে ছুটে আসেন।তারা চিকিৎসক ও হাসপাতালের লোকজনদেরকে অনুরোধ করলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি।রাত সাড়ে ৯টার দিকে মেয়ের অবস্থার অবনতি হলে তারা রেফার্ডের নাম করে অ্যাম্বুলেন্সে মরদেহ তুলে দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক মো:পারভেজ হোসেনের ব্যক্তিগত ফোন নম্বরে কয়েকবার কল দিলে মোবাইল  নম্বরটি বন্ধ পাওয়া যায়।স্থানীয় লোকজন জানান,লাইফ কেয়ার হাসপাতালে কয়েকদিন পরপরই রোগীদের ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলে।লাইফ কেয়ারের মালিক নার্স দিয়ে প্রসূতি রোগীকে সিজার করিয়ে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে।
    স্থানীয় এলাকার লোকজন লাইফ কেয়ার কসাই নামক এই  হাসপাতাল বন্ধের দাবী জানান।শ্রীপুর থানার এস আই সুজন পন্ডিত জানান,প্রসূতির অপারেশনের পরে মারা গেছেন।মারা যাওয়ার পর উত্তেজিত জনতা হাসপাতাল ভাংচুর করেছে।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বাংলাদেশ সময়: ১০:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ