• শিরোনাম

    শেরপুরে আনন্দ র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত

    এনামুল হক,শেরপুরঃ বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

    শেরপুরে আনন্দ র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত

    apps

    ভোট হলো অধিকার, নির্বাচনের দ্বারা ক্ষমতার পালা বদলের হাতিয়ার। “ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্য জনে” এই প্রতিপাদ্যকে ধারণ করে ২ মার্চ বৃহস্পতিবার শেরপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জনসাধারণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

    এসময় অন‍্যান‍্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ