
শরীফ আহমেদ ষ্টাফ রিপোর্টার : | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
ঢাকা জেলার সাভারের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে বীর মুক্তিযোদ্ধা অবঃ সুবেদার নুরুল হক এর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ১১ জানুয়ারি রাতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে বেলা ১ টায় সাভারে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বীর মুক্তিযোদ্ধা অবঃ সুবেদার নুরুল হক মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মৃত তমিজ উদ্দিন শেখ এর পুত্র। মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে তোফায়েল হোসেন মানিক চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা অপর ছেলে মোঃ রতন শেখ মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অফিসার, জামাতা আজমল হোসেন গজারিয়া উপজেলা শিক্ষা অফিসার।
দাফনের সময় উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তার মৃত্যুতে ঢাকা-১৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম স্বশরীরে উপস্থিত হয়ে সমবেদনা জ্ঞাপন সহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।