• শিরোনাম

    রাজশাহীতে ভোটার বেড়েছে ২ লাখ ৩৫ হাজার, কেন্দ্র বেড়েছে ৭৭ টি

    ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

    apps

    আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী জেলার ছয় আসনে একাদশ জাতীয় নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৬৪ জন। দ্বাদশ নির্বাচনে রাজশাহী জেলার ৬ আসনে এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১৯ লাখ ৪২ হাজার ৭১৪ জন। এবারও রাজশাহীর ৬টি আসনভিত্তিক ভোটারের তালিকা করা হয়েছে।

    তফসিল ঘোষণার পর রাজশাহী জেলার ৬টি আসনে আওয়ামী লীগসহ তাদের দলীয় প্রার্থী ঘোষনা করেছেন। রাজশাহী- ২ সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা নির্বাচন রির্টানিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। এবার রাজশাহীর ৬ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৭৭০টি ও ভোটকক্ষ ৪ হাজার ৯৬৬ টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল হাজার ৬৯৩ টি।

    রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের বাকিসব সরঞ্জাম পৌঁছেছে। এখন সম্ভাব্য প্রার্থীদের প্রতীক চূড়ান্তর জন্য অপেক্ষার পালা। এরপরই চলে আসবে ভোটগ্রহণের ব্যালট পেপার। ইতিমধ্যেই ৫০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স রাজশাহীতে পৌঁছেছে। আর ভোটগ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্র ও কক্ষও চূড়ান্ত হয়েছে।

    নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। ভোটার তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার রাজশাহী-–১ (তনোর-গোদাগাড়ী) আসনে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। রাজশাহী মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন এবং নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন। এবার তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হয়েছেন ১৮ জন।

    রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা আসন অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। মনোনয়ন ফরমের সঙ্গে প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ছবিসহ ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হবে।

    নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (তনোর-গোদাগাড়ী) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। রাজশাহী-২ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩৬ জন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৫২ জন। রাজশাহী-৫ (পুঠিয়া- দূর্গাপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫২৭ জন। এবার রাজশাহীর ৬ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৭০৭ টি ও ভোটকক্ষ ৪ হাজার ৯৬৩ টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৬৯৩ টি।

    বাংলাদেশ সময়: ৬:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ