
মোঃ ওমর ফারুক : | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানী ডেমরা থানার অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী ডেমরা আইডিয়াল কলেজে সাংস্কৃতিক কর্মসূচি ও আলোচনা সভার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ,,লে. কর্নেল.(অব:) ইঞ্জি. ড. মো. আনোয়ার হোসেন বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য শহিদ বরকত, সালাম, রফিক, শফিউর ও জব্বারসহ অন্যান্যদের আত্মত্যাগ ছিল ভাষার অধিকারের আড়ালে মূলত স্বাধীকারের আন্দোলন।
তিনি আরও বলেন আজ বাংলা কেবল আমাদের রাষ্ট্র ভাষা নয়, গোটা দুনিয়ায় স্বীকৃত ভাষা দিবস। দেশের সকল ক্ষেত্রে ভাষা বিকৃতির যে সংস্কৃতি চালু হয়েছে তা আমাদের রোধ করতে হবে পাশাপাশি বিভিন্ন সেক্টরে যে অরাজকতা তৈরি হয়েছে তা দূরীকরণে আমাদের ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ জামিল আহমেদ সহ কলেজের বিভাগীয় ইনচার্জগণ। এতে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই পুরস্কার দেয়া হয়। সভায় শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Posted ৭:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।