• শিরোনাম

    মনোহরদীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে- বঙ্গমাতার ৯২’ তম জন্মবার্ষিকী পালিত

     কামরুল ইসলাম উপজেলা প্রতিনিধি সোমবার, ০৮ আগস্ট ২০২২

    মনোহরদীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে- বঙ্গমাতার ৯২’ তম জন্মবার্ষিকী পালিত

    apps

    নরসিংদির মনোহরদীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে- আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে আর্থিক সহায়তা এবং সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে – উক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাসেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এম এস ইকাবাল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহেনা আক্তার,উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার,অফিসার তদন্ত মোঃ জহিরুল,উপজেলা পল্লি বিদ্যুৎ এর ডি জি এম মোঃ আজিজুর রহমান সরকার, উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান তামান্না ও উপজেলা সকল দপ্তরের দপ্তর প্রধানগন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাএ ছাএী উপস্তিত ছিলেন। বক্তরা- বলেন বঙ্গবন্ধু’র সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেবল শুধু সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, নীরব রাজনৈতিক সহযোদ্ধা। দীর্ঘ বছরপর বছর বঙ্গবন্ধু’র পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির যে শিক্ষা তিনি লাভ করেছেন তাতে তিনি একজন বিদুষী ও প্রজ্ঞাবান নারীতে রূপান্তরিত হয়েছিলেন। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি ছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতার নিকটে ছুটে আসতেন। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন। বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলায় প্যারোলে বঙ্গবন্ধুর মুক্তি নিয়ে একটি কুচক্রীমহল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল তখন প্যারোলে মুক্তির বিপক্ষে বেগম মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাঙালির মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিল।মহান মুক্তিযুদ্ধকালে তিনি ভেঙে না পড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন দৃঢ়তার সঙ্গে। যুদ্ধ পরবর্তীকালে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন, গরিব-এতিম-অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিরাপত্তা নিশ্চিত করণে বিভিন্ন ভাবে কাজ করছে এ সরকার। নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। এই উপলক্ষে উপজেলার দুঃস্থ ও গরিব অসহায় মহিলাদেরকে ৭ টি সেলাই মেশিন বিতরণ ৫ জন অসহায় মহিলাকে নগদ একাউন্ড এর মাধ্যমে দুই হাজার টাকা করে প্রদান করেন।

    বাংলাদেশ সময়: ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ