রবিবার ১৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বেলাব উপজেলা চেয়ারম্যান রিটনের হ্যাট্রিক বিজয় 

প্রদীপ কুমার দেবনাথ   |   বুধবার, ২২ মে ২০২৪   |   প্রিন্ট

বেলাব উপজেলা চেয়ারম্যান রিটনের হ্যাট্রিক বিজয় 
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১ মে (মঙ্গলবার)  নরসিংদী বেলাব উপজেলায় ৬৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। বেলাব  উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি  রিটার্নিং অফিসার মোঃ আব্দুল করিম।
বেলাব  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমসের জামান ভূঁইয়া রিটন, ভাইস চেয়ারম্যান পদে মোঃ হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নাজমুন্নাহার আমিনা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক  সভাপতি সমশের জামান ভূঁইয়া রিটন  মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ২০৬ ভোট পেয়ে তৃতীয়বারের মতো  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন খান মোমেন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ হুমায়ুন কবির চশমা প্রতীকে ১৯ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইমদাদুল হক (ফরিদ) মাইক প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৯৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার আমিনা হাসঁ  প্রতীকে ২৫ হাজার  ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিমা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৯৬ ভোট।
চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে আলহাজ্ব আমান উল্লাহ আমান আনারস প্রতীকে ৯ হাজার ৪০ ভোট, মোঃ গোলাম মস্তোফা দোয়াত কলম প্রতীকে ৪ হাজার ৬২৫ভোট, জোনায়েদ হোসেন (পারভেজ) টেলিফোন প্রতীকে ৪ হাজার ৬০৮ ভোট, ভাস্কর অলি মাহমুদ ঘোড়া প্রতীকে ৩ হাজার ১০৮ ভোট, মোঃ মাজারুল হক চিংড়ী প্রতীকে  পেয়েছেন ২৯০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে ভোট পেয়েছেন মোঃ ইসলাম উদ্দিন বই প্রতীকে ২হাজার ৫৪৩ ভোট, মোঃ রফিকুল ইসলাম  তালা প্রতীকে ৬ হাজার ৪৩৯ ভোট, মোঃ খোর্শেদ আলম টিউবওয়েল প্রতীকে ৮ হাজার ৭ ভোট, এসএম সাইফুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ৯ হাজার ৮৩০ ভোট, মেহেদী হাসান রতন বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ১ হাজার ৫৩৯ ভোট, খলিলুর রহমান উড়োজাহাজ প্রতিকে ৫ হাজার ৬৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে শারমিন আক্তার খালেদা প্রজাপতি প্রতীকে ১৬ হাজার ২০৩ ভোট পেয়েছেন। সমশের জামান ভূঁইয়া রিটনের হ্যাট্রিক বিজয়ে সর্বস্তরের লোকজন অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য বেলাব  উপজেলাতে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৯৮৩ জন।
Facebook Comments Box

Posted ৯:২১ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: newsnabokantha@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com