• শিরোনাম

    বেলাবতে শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং ও মাদক বিরোধী সমাবেশ

    প্রদীপ কুমার দেবনাথ মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

    বেলাবতে শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং ও মাদক বিরোধী সমাবেশ

    apps

    নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং, মাদক, জুয়া, সন্ত্রাসবাদ, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই সহ সমাজ বিরোধী সকল অপচেষ্টার বিরুদ্ধে জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষার্থী, সমাজকর্মী, অভিভাবক, সাধারণ জনতা ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইভটিজিং সহ সব ধরনের সামাজিক বিশৃঙ্খলা শক্ত হাতে দমন ও বিপদে পড়লে তাৎক্ষণিক করণীয় শীর্ষক আলোচনা করা হয়।

    এসব প্রতিরোধে প্রয়োজনে কমিটি গঠন, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ, পাহারা দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক অবহিত করার তাগিদ দেওয়া হয়। আলোচনায় বর্তমান সময়ে এসব বিষয়ের ভয়াবহতাগুলো তুলে ধরা হয়। কেউ এসব পরিস্থিতির শিকার হলে ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সাথে উত্তরণের বিষয়ে নানা পরামর্শ দেওয়া হয়। দূরদূরান্ত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলবদ্ধভাবে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

    বাজনাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজনাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার মোখলেসুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব থানা অফিসার ইনচার্জ মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আলফাজ উদ্দীন আফ্রাদ, প্রধান শিক্ষক আ. মজিদ আফ্রাদ, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিশিষ্ট সমাজকর্মী আরিফ সিদ্দিকী, আসাদ জামান আফ্রাদ প্রমুখ।

    বাংলাদেশ সময়: ৯:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ