কে এম সাইফুর রহমান | মঙ্গলবার, ২০ মে ২০২৫ | প্রিন্ট
পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (১৯ মে) তিনি উক্ত পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ পুলিশের আইজিপি, বিপিএম বাহারুল আলম ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান মঙ্গলবার (২০ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
মো. মোস্তফা কামাল ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখে অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের ১৫ তম ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদাতে মৌলিক প্রশিক্ষণ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত করে ১৯৯৭ সালের জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ে বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর জেলা, পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ ও চাঁদপুর জেলা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, কমান্ডিং অফিসার (সিও) ৩, ৫ ও ৯ এপিবিএন, বিশেষ পুলিশ সুপার এবং ডিআইজি হিসেবে পিবিআই- এ দায়িত্ব পালন করেন।
মো. মোস্তফা কামাল ১৯৭০ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ শহরে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে জাতিসংঘের ৬টি শান্তিরক্ষা মিশন- পূর্ব তিমুর (UNTAET, UNMISET), কসোভো (UNMIK), ডি আর কঙ্গো (MONUC, MONSUCO) ও দারফুর-সুদান (UNAMID) -এ কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ০৫ (পাঁচ) বার IGP’s Exemplary Good Services Badge পুরস্কার পান।
মো. মোস্তফা কামাল বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানী, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।