• শিরোনাম

    পবায় হিজড়া গোষ্ঠির সাথে কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

    পবায় হিজড়া গোষ্ঠির সাথে কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

    apps

    রাজশাহীর পবায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন এর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সরকারি, বেসরকারি কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্ট্রেনথথিং ক্যাপাসিটি অফ জেন্ডার ডাইভার্স কমিউিনিটি টু প্রজেক্ট দিয়ার নাইথ (এসসিজি) প্রকল্পের আওতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার (বিজলী)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ধসঢ়; মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি
    ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জাজামান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল।

    বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী বলেন, হিজড়াদের উন্নয়নে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকারি বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ধসঢ়; মোহাম্মদ হাসনাত বলেন, হিজড়াদের সরকার ভোটাধিকার দিয়েছে। তাদেরকে তৃতীয় লিঙ্গের একটা সনদ দেওয়া হচ্ছে। তারা এদেশের নাগরিক এরকম স্বীকৃতি আগে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়ে এই স্বীকৃতি দিয়েছেন এটা সত্যিই প্রসংশনীয়। আগে তারা ভোটও দিতে পারতেন না। এখন এই জনগোষ্ঠীকে জনগন ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করছে।

    কারণ তাদের উপর এখন আস্থা আছে, বিশ্বাস করছে তারা কাজ করবে। তারা ভাল কাজ করলে অনিয়ম থেকে দুরে থাকবে। তাদের সকল ভাল কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে সবসময়।

    এসসিজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আকতারুজ্জামানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এম.এম.এন. জহুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, এফপিএবি প্রোগ্রাম কো-অডিনেটর জাহিদ হাসান, ব্র্যাক জেলা সমন্বয়ক মহসিন আলী, ইউসেপ বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম, ব্লাস্ট এর ল-ইয়ার রেজাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মাহমুদা খাতুন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের নির্বাহী সদস্য বিশু, সোনালী, মাধুরীসহ সাংবাদিক, সরকারী ও বেসরকারী কর্মকর্তা এবং তৃতীয় লিঙ্গের প্রতিনিধিবৃন্দ।

    বাংলাদেশ সময়: ৯:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ