• শিরোনাম

    নাজিরপুরে ঘূর্ণীঝড় “মোখা” মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি

    বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার, ১২ মে ২০২৩

    নাজিরপুরে ঘূর্ণীঝড় “মোখা”  মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি

    apps

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবারের মধ্যে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়।পিরোজপুরের নাজিরপুরে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণীঝড় “মোখা” মোকাবেলায় উপজেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপজেলায় ঘূর্ণিঝড় মোখার কোনরূপ প্রভাব দেখা না গেলেও শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রাফিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) আহমেদ সাব্বির সাজ্জাদ, সকল দপ্তরের কর্মকর্তা, ভাইস চেয়ারম্যানগন, উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় ঘূর্ণিঝড় “মোখা” এর আগাম প্রস্তুতির ব্যাপারে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সহ উপস্থিত সকলকে দিক নির্দেশনা দেওয়া হয়।এসময় উপজেলার জনসাধারনের নিরাপদ আশ্রয়ের জন্য ১৮টি সাইক্লোন শেল্টার এবং ৩০টি বন্যা আশ্রয়নকেন্দ্র সহ প্রাথমিক বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়। সার্বক্ষণিক তথ্য প্রদানের জন্য কন্ট্রোলরুম,নিরাপদ পানির জন্য আশ্রয়কেন্দ্র সংলগ্ন গভীর নলকূপ মেরামত,শুকনা খাবারের ব্যাবস্থা করা, সকল ইউনিয়নে পৃথক পৃথক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগ পরবর্তী সময়ের জন্য ফায়ার সার্ভিসের টিমকে প্রস্তুত রাখা হয়েছে।এছাড়াও দূর্যোগ মোকাবেলায় স্যালাইন সহ সকল ধরনের ঔষধের পর্যাপ্ত যোগান তাদের রয়েছে বলে প্রস্তুতি সভায় জানানো হয়।

    বাংলাদেশ সময়: ১০:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ