বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ আছর নরসিংদী সদর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল। সঞ্চালনায় ছিলেন সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
সভাপতির বক্তব্যে মাসুদ রানা বাবুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার রাজনৈতিক সংগ্রাম এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের অংশ। আজ আমরা তার আত্মার মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশিদ নওসের। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাওসার হোসেন। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক রমজান আলী প্রামাণিক, নুরুজ্জামান পিটু এবং নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক মিয়া।
এ সময় নরসিংদী সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
Posted ৯:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।