• শিরোনাম

    নকলায় ধান কেটে কৃষকের মুখে হাসি ফোটালো ছাত্রলীগ নেতা কর্মী

    মিন্টু খন্দকার, নকলা (শেরপুর): শুক্রবার, ১২ মে ২০২৩

    নকলায় ধান কেটে কৃষকের মুখে হাসি ফোটালো ছাত্রলীগ নেতা কর্মী

    apps

    দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ছেয়ে গেছে সোনালি ধানে। দুর্যোগে সে ধান নষ্ট হওয়ার আগেই ঘরে তুলতে হবে। শ্রমিক সংকটে অল্পসময়ে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষক।
    শেরপুর নকলা  -উপজেলায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগকর্মীরা। ঘাড়ে গামছা নিয়ে কৃষকের কাঁধে কাঁদ মিলিয়ে ধান কেটেছেন তারা। 

    নকলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনকের নেতৃত্বে ১২ মে ২০২৩ ইং তারিখে  প্রায় ২০ জন ছাত্রলীগকর্মী উপজেলার বানেশ্বদী ইউনিয়নে মরাকান্দা গ্রামের দরিদ্র কৃষক মো: আজাহার আলি ৬০ শতক জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন। 

    মাঠে যতদিন ধান থাকবে, তারা পাশে ততদিন থাকবেন বলে জানিয়েছেন আবু জামজা কনক

    বাংলাদেশ সময়: ৯:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ