• শিরোনাম

    ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    লালমনিরহাট প্রতিনিধি: সোমবার, ১৮ মার্চ ২০২৪

    ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    apps

    লালমনিরহাটে কুলাঘাট ইউনিয়নে চর শিবেরকুটি মৌজার রেকর্ড ভুক্ত সম্পত্তি খাস ক্ষতিয়ান দেখিয়ে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

    সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজারে এলাকাবাসী গন স্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত করেন।

    স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভার মেয়র এর নেত্রী প্রায় একমাস ধরে সদর উপজেলা কুলাঘাট ইউনিয়নে শিবের কুটি এলাকার ওয়াপদা সংলগ্ন নদীতে চর হওয়ার প্রায় ৮০/১০০ টা ট্রাক লাগিয়ে প্রতিদিন বালুর উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। এ ছাড়াও পাশ্ববর্তী মসজিদ এবং কয়েক শত একর জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে জানিয়েছেন এলাকাবাসী।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বালু উত্তোলন করার ফলে আবাদি জমি হুমকির মধ‍্যে রয়েছে। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে চলে যাবে। ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর।

    এলাকাবাসী ছাত্তার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বতর্মান যেভাবে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, এভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে আমার বসতবাড়ি থাকবে না।

    মফিজ উদ্দিন বলেন, আমার জমি নষ্ট হচ্ছে।এভাবে বালু তুললে আমার জমি নদীতে চলে যাবে। আমরা কয়েকবার ডিসি মহোদয়, পুলিশ সুপার, ইউএনও, চেয়ারম্যান কে বিষয় টা জানিয়েছি তারা কোনো ব‍্যবস্থা নেননি।

    এলাকা বাসি আরো জানান, যেখানে ৩ ফিট মাটি উত্তোলন করার কথা যেখানে প্রায় ১২ ফিটের মতো মাটি উত্তোলন করা হয়েছে। এতে পরবর্তে এই এলাকার অনেক বড় ক্ষতি হবে। তাই তাদের দাবি ২৪ ঘন্টার মধ‍্যে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে।

    বাংলাদেশ সময়: ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ