• শিরোনাম

    দৌলতপুরের এতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়।

    কুষ্টিয়া ( দৌলতপুর) প্রতিনিধি। মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩

    দৌলতপুরের এতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান  খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়।

    apps

    কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের মথুরাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। বহু ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন সুজা উদ্দীন মাষ্টার। বর্তমানে বিদ্যালয়টিতে সম্মানের সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আব্দুর রশিদ মাষ্টার এবং ম্যানিজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এহতেশাম বুলবুল সুমন দেওয়ান।

    এই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে ও শিক্ষা জীবন শেষ করে অনেক শিক্ষার্থীই দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় সম্মানের সাথে কর্মরত আছেন। খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনেক আগে থেকেই প্রতিবছর এসএসসি ও জেএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং বিদ্যালয়ের এসএস সি ও জেএসসি পরীক্ষর্থীরা প্রতিবছরই ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটির মুখ উজ্জল করেন এবং সুনাম বয়ে আনেন। বিদ্যালয়টিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক,ব্যাবসায় ও কারিগরি বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পর্যন্ত অধ্যায়ন করতে পারেন।

    বাংলাদেশ সময়: ১০:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ