• শিরোনাম

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্রীজ নির্মাণে উচ্ছ্বাসিত হবিগঞ্জের মানুষ

    নিজস্ব প্রতিবেদক: শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্রীজ নির্মাণে  উচ্ছ্বাসিত হবিগঞ্জের মানুষ

    apps

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট প্রকল্পের মাধ্যমে সারা দেশের উপশহর, গঞ্জ, অঁজপাড়া গাঁয়ের অবহেলিত প্রান্তিক পর্যায়ে সেতু-কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যাবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখছে|

    তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের খালের উপর নির্মিত একটি গার্ডার ব্রীজের মাধ্যমে দু’গ্রাম সহ আশপাশের গ্রামের প্রায় ৯ হাজার মানুষের মুখে হাসি ফুটেছে| পাকা ব্রীজটি নির্মাণের মাধ্যমে পশ্চিম ডুলনা ও রামগঙ্গা চা বাগান এই দু’গ্রামের মানুষের মধ্যে তৈরী হয়েছে ভালোবাসার মেলবন্ধন|

    এতদিন মানুষ বাঁশের সাঁকো দিয়ে অনেক ঝুঁকি নিয়ে পারাপার হয়েছে | এই ব্রীজ নির্মিত হওয়ার কারণে শুধু ঝুঁকিমুক্ত পারাপারই নয় যানবাহন চলাচলে কয়েকগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজীকরন হয়েছে| এই ব্রীজটি ছিল কয়েক গ্রামের মানুষের প্রাণের দাবী| গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নপুরণ হওয়ায় তারা এখন কৃতজ্ঞতা প্রকাশ করছেন| এই দুই এলাকার স্কুলগামী শিক্ষার্থীসহ ছোট ছোট ছেলেমেয়ে এমনকি মুরব্বীরাও অনেক ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করতে হত | নানা সময় দুর্ঘটনাও ঘটত| এই ব্রীজটি উদ্ভোধনীর দিন দুই গ্রামের মানুষ অনেক আনন্দ উচ্ছ্বাসও করেছেন|

    রামগঙ্গা চা বাগান গ্রামের বাসিন্দা চা শ্রমিক বচন গঞ্জু বলেন, এই ব্রীজ উদ্ভোধনের দিনই আমার মেয়ের বিয়ে হয়| এই ব্রীজটি নির্মাণ হওয়ার ফলে বরপক্ষ বিয়ের গাড়ী নিয়ে আমার বাড়ীর আঙ্গিনায় এসে পড়েছে, আগে গাড়ী ওপাড়ে রেখে বাঁশের সাঁকো দিয়ে হেঁটে আসতে হতো| চা শ্রমিকের কন্যা অঞ্জনা গঞ্জু বলেন, চা বাগানে কাজের পাশাপাশি আমি যখন স্কুলে যেতাম তখন খালের জলাশয় ভেঙ্গে যেতে হত | পরে বাঁশের সাঁকো হলেও পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে আমি ও আমার সহপাঠীরা অনেক কষ্টে পারাপার হতাম| এখন এই পাকা ব্রীজ হওয়াতে আমরা গ্রামবাসী অনেক খুশি| হবিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল বলেন, এই ব্রীজটি ২০২২-২০২৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তার সেতু-কালভার্ট প্রকল্পের আওতায় এই সেতুটি নির্মিত হয়|

    বাংলাদেশ সময়: ৭:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ