
সানাউল্লাহ (স্বপন) তানোর (রাজশাহী) প্রতিনিধি: | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
রাজশাহীর তানোর-গোদাগাড়ী তে আর মাত্র কয়েক দিন পরেই হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন-২০২৪।নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে।নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনে
রাজশাহীর তানোরে কাঁচি প্রতীকের নির্বাচনী জনসভার পার্শ্বে থেকে ১ টি আইইডি বোমা উদ্ধার করা হয় এবং পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে জায়গাটি ঘিরে রাখেন এবং জনসভা শেষ হওয়ার পর পুলিশ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।Rab-৫ এর টু আইসি মেজর হাসান মাহমুদের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর বোমা টি নিষ্ক্রিয় করেন। গতকাল ৪ জানুয়ারী রোজ (বৃহস্পতিবার) রাত ৮.৩০ টার সময়।এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)আবিদা সিফাত।আরো উপস্থিত ছিলেন রাজশাহী ডিএসবি এডিশনাল এসপি রফিকুল ইসলাম, গোদাগাড়ী সিনিয়র সার্কেল এএসপি সোহেল রানা,রাজশাহী ডিএসবি(ওসি) খাইরুল ইসলাম,তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম।ওসি আব্দুর রহিম বলেন, গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানীর জনসভা চলছিলো এসময় বিকেল ৫টার দিকে বোমা জনসভার পশ্চিম দক্ষিণ কোনের রাস্তার দক্ষিন পার্শ্বে পড়ে থাকতে দেখে উপস্থিত পত্যক্ষদর্শিরা পুলিশকে অবহিত করেন। এরপর রাজশাহী rab-5 এসে বোমাটি নিষ্ক্রিয় করেন।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।