
নিজস্ব প্রতিবেদকঃ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
আসন্ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে সাজ্জাদ আলম খান তপু ও আক্তার হোসেনের নেতৃত্বাধীন তপু-আকতার পরিষদকে সমর্থন করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন হাতিরঝিল সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েদুল ইসলাম বাদল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোরামের ৯৮, নয়াটোলা, মগবাজারের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই আহ্বান জানানো হয়।
আগামী ২৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ডিইউজের এই অংশের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ ফেব্রুয়ারি হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
সভায় সকল সদস্যকে নির্বাচনের দিন জাতীয় প্রেসক্লাবে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। সায়েদুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বাবু, মারুফ মালেক, রূপক চৌধুরী, জালাল আহমেদ প্রমুখ। সভায় সদস্য বৃদ্ধি, অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Posted ১১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।