
শরীফ আহমেদ প্রতিবেদনঃ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজধানী ডেমরা থানার শান্তিবাগ মধুবাগ এলাকার “আপন ঘর” নামক নির্মাণাধীন ভবনের মালিক শামীম আহমেদ নিচ তলার লিফটের সামনে থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। ডেমরা থানার অফিসার ইনচার্জ ওসি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। ঘটনাস্থলে পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা সিআইডির ক্রাইমসিন দলের সদস্যরা এসে ফরেনসিক পরীক্ষা করেন। তবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভবনটি নির্মাণ করছেন স্থানীয় ডেভলপার শামীম নামে জনৈক ব্যক্তি।
ডেমরা থানার অফিসার্স ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।