
রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি : | শুক্রবার, ০৯ জুন ২০২৩ | প্রিন্ট
ডিজিটাল আইন প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এই আইনের অধীনে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বাছ-বিচারহীনভাবে জামিন না দেওয়া। জামিন অযোগ্য বলেই জামিন দেওয়া যাবে না, এটা সবক্ষেত্রে ঠিক নয়। ডিজিটাল আইনেও জামিন দেওয়া যায় বলে উল্লেখ করেন।
মাগুরায় শুক্রবার (৯ জুন) সকালে সার্কিট হাউজ মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ এর সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন’ সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন,
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি আরো বলেন, বিচারক তার বিবেচনা প্রয়োগ করে যদি মনে করেন, তিনি জামিন দেবেন সেটা করতে পারবেন।
সরকার এই আইনটি সংশোধন করার ব্যবস্থা নিচ্ছেন। আমরা সে দিনের অপেক্ষায় আছি; যেদিন আইনটি সংশোধন করা হবে এবং আইনটি দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে প্রয়োগ করা হবে। যারা সাংবাদিকতা করবেন তাদের প্রথম পেশা হতে হবে সাংবাদিকতাই। দ্বিতীয় পেশা অন্য কিছু হতে পারে। যিনি সাংবাদিকতা করবেন তাকে নূন্যতম গ্রাজুয়েট হতে হবে অথবা সাংবাদিকতায় অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাগুরা জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সদস্য ড. উৎপল কুমার সরকার, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (অপারেশন ও ক্রাইম), প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান সহ অন্যরা।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “সংবাদপত্র ও সাংবাদিকতা মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা
জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।