
মোঃ ওমর ফারুক : | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট
ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের দাবিতে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), প্লট-এফ-১/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা এর সামনে “ট্যাক্স রিটার্ন প্রিপারার (টি,আর,পি) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের দাবিতে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় নেতারা বলেন, ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা একটি কালো আইন, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪(২)(এফ) এর সাথে সাংঘর্ষিক। এই কালো আইন সরকারের রাজস্ব বৃদ্ধিতে কোনরূপ সহায়ক নয় বরং আয়কর আদায় বাধাগ্রস্থ হবে। ফলে আয়কর অঙ্গনে দুর্নীতি ও অবৈধ প্রতিনিধিত্ব বাড়বে, যা দেশের রাজস্ব বৃদ্ধিতে অন্তরায় হবে এবং জনগণ সরকারের বিরুদ্ধে বিরুপ মনোভাব পোষণ করবে।
কর্মসূচীতে অংশগ্রহণ করেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন-এর সভাপতি বি,এন, দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ তৌহিদ উজ্জামান খান (দিপু), বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, মহাসচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, বিটিএলএর তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ হাজার হাজার নবীন, প্রবীণ আইনজীবীবৃন্দ।
কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলেই ট্যাক্স রিটার্ন প্রিপারার (টি,আর,পি) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এন,বি,আর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের জোর দাবি জানান।
Posted ৯:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।