বুধবার ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

>>

গোদাগাড়ীর প্রেমতলী ঐতিহ্যবাহী খেতুরীধাম তিরোভাব তিথি পরিদর্শন করেছেন রাজশাহীর পুলিশ সুপার

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ,রাজশাহী :   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট

গোদাগাড়ীর প্রেমতলী ঐতিহ্যবাহী খেতুরীধাম তিরোভাব তিথি পরিদর্শন করেছেন রাজশাহীর পুলিশ সুপার

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মহারাজ নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি উৎসব উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান খেতুরীধাম পরিদর্শন করেন।

পরিদর্শন কালে রাজশাহী পুলিশ সুপার এর সাথে সঙ্গীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো: সোহেল রানা,জেলা গোয়েন্দা পুলিশের ওসি জনাব মুহাম্মদ রুহুল আমিন, গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত (বর্তমান দায়িত্বে)জনাব মো: মোয়াজ্জেম হোসেন, প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ মাকছুদুর রহমান সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

খেতুরীধাম গৌরাঙ্গমন্দির পরিদর্শনকালে রাজশাহীর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান বলেন, গত ২১-২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখ হতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলীতে খেতুরী ধামের মহারাজ নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজশাহী জেলা পুলিশ সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন। তিনি আরও বলেন, এই উৎসব উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে, খেতুরীধাম গৌরাঙ্গ বাড়ি, রাধাগোবিন্দ মন্দির, তমালতলা স্নানঘাট ও ইসকন মন্দিরের সন্নিহিত এলাকাগুলোই আমরা কড়া নিরাপত্তা বসিয়েছি।

উল্লেখ্য, এই তিরোভাব তিথি উৎসব সুষ্ঠু, সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যৈর মধ্য দিয়ে পালন করতে রাজশাহী জেলা পুলিশ ১০০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে। নিরাপত্তা রক্ষায় ১৫ জন অ্যাডিশনাল এসপি ও এএসপি তদারকি করছেন।তিনি আরো বলেন, খেতুরীধামে পূর্ণার্থীদের আগমন উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ইউনিফর্ম পরিহিত পুলিশ, ডিবি, ডিএসবি, ট্রাফিক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে সম্মিলিতভাবে ৩ পালায় ২৪ ঘন্টায় নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছেন,যাতে করে কোন দুষ্কৃতিকারী বা কোন অপরাধ বা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, এজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। গতকাল ২২শে অক্টোবর রোজ মঙ্গলবার রাজশাহীর পুলিশ সুপার জনাব, মোঃআনিসুজ্জামান এই পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ১২:২২ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins