• শিরোনাম

    গজঘন্টা হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    সানজিম মিয়া - গংগাচড়া (রংপুর) প্রতিনিধি বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

    গজঘন্টা হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    apps

    শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন (বিসিএস)।

    বুধবার দুপুরে গজঘন্টা হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    গজঘন্টা হাই স্কুল এন্ড কলেজের এ্যাডহক কমিটির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে ও গজঘন্টা হাই স্কুল এন্ড কলেজের ট্রেড ইন্সট্রাক্টর আখতারল ইসলাম জোসেফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী এবং গজঘণ্টা প্রাঃ সরঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মিসেস আফরোজা জাফরসহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

    অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করে। এ সময় সবধরনের সমস্যা সমাধনসহ অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি আন্তরিক ভূমিকা রাখার অনুরোধ জানান প্রধান অতিথি।

    বাংলাদেশ সময়: ১০:২০ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ