
মোঃ ওমর ফারুক : | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
কোতোয়ালি ট্রাফিক জোন, ট্রাফিক লালবাগ বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কমিউনিটি ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক শ্রমিক এর সাথে মতবিনিময় সভা ও ইফতার আয়োজন নয়াবাজার নবাব সিরাজউদ্দৌলা পার্কে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম।
এতে আরো বক্তব্য রাখেন, ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুর রায়হান, ট্রাফিক কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে, ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ,কোতোয়ালি জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) একেএম মঞ্জুরুল আলম, নয়াবাজারস্থ আবদুল্লাপুর পরিবহন এর চেয়ারম্যান মোঃ শামীম সায়েম, বাদামতলী কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্য জিয়াউল হাসান সহ অনেকে।
সাভার সভাপতি,প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বলেন, ট্রাফিক কোতোয়ালি জোনের কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্য ও পরিবহন মালিক শ্রমিক এর সাথে এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
উক্ত সভায় আসন্ন ঈদে যানবাহন নিয়ন্ত্রণ, যানজট নিরসন কল্পে সকলের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনাসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ঈদের সময় টাউন সার্ভিস বাস গুলি দূরপাল্লার রিজার্ভ ধরে অদক্ষ চালক দিয়ে চালনা না করার বিষয়ে আলোকপাত করা হয়
Posted ১০:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।