• শিরোনাম

    কুষ্টিয়ার মিরপুরে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়

    কুষ্টিয়া প্রতিনিধি ‌ শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

    কুষ্টিয়ার মিরপুরে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়

    apps

    কুষ্টিয়ার মিরপুরে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে মেধা ভিত্তি প্রকল্প পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেল ৩টায় মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্র খন্দকবড়িয়ায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্তজা হোসেন।
    এ সময়ে বঙ্গবন্ধু মিরপুর মেধা বৃত্তি প্রকল্প-০১ এর আওতায় মাধ্যমিক ও প্রাথমিক স্তরে দুটি ক্যাটাগরিতে মোট ৬০জন ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।

    কুষ্টিয়ার ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদের আয়োজনে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং নবীনদের বরণ করে নেয়া হয়।
    আইডিয়াল শিক্ষা পরিবারের চেয়ারম্যান মওদুদ আহমেদ রাজীব’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বগুড়া মেডিকেল কলেজ ও ক্যান্সার সেন্টার এর সহকারি অধ্যাপক ডা. তৌফিছুর রহমান, বিশেষ অতিথি মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৯:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ